Bartaman Patrika
রাজ্য
 

বড়দিন এবং নববর্ষ উপলক্ষ্যে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত স্পেশাল জয় রাইড চালাবে নর্থইস্ট ফ্রন্টিয়ার (এনএফ) রেলওয়ে। আজ, বৃহস্পতিবার থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ পরিষেবা চলবে। একইভাবে শুক্রবার থেকে ২ জানুয়ারি পর্যন্ত নিউ জলপাইগুড়ি থেকে সুকনা পর্যন্ত স্পেশাল ডিজেল ট্রেন চলবে।

১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া সর্বাধিক
সংখ্যার  ফাঁদে  
দায় এড়াচ্ছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধুঁকতে থাকা অর্থনীতির হাল ফেরাতে চাই নগদের পর্যাপ্ত জোগান। অথচ গ্রামের মানুষের হাতেই এখন টাকা নেই। এর মূল কারণ, ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের উদাসীনতা এবং রাজনীতি। বছরের পর বছর যে প্রকল্পে বাংলা শীর্ষস্থান দখল করে এসেছে, সেই ১০০ দিনের কাজেই প্রাপ্য থেকে বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় এক বছর পর টাকা আটকে রাখার বিষয়টি সংসদে স্বীকার করল মোদি সরকার। তৃণমূল এমপি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি লিখিতভাবে স্বীকার করলেন, ১৪ ডিসেম্বরের হিসেব মোতাবেক সরঞ্জাম খরচ এবং শ্রমিকের ভাতা মিলিয়ে গোটা দেশে বকেয়া রয়েছে ১০ হাজার ১৬২ কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গ (২০২১ থেকে ২০২৩ দু’টি অর্থবর্ষে) পাবে মোট ৫ হাজার ৪৩৩ কোটি টাকা, যা দেশের মধ্যে সর্বাধিক। যদিও এই স্বীকারোক্তির পরই সংখ্যাতত্ত্বের খেলা শুরু করেছে কেন্দ্র। মাঠে নেমে পড়েছেন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি থেকে শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে সুভাষ সরকার দাবি করেছেন, মোদি জমানার সাত বছরে ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ সরকার প্রায় চার গুণ টাকা বেশি পেয়েছে। ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ পর্যন্ত অর্থপ্রাপ্তির পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত বাংলা পেয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা। 
কেন্দ্রীয় প্রকল্পে কোনও রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ হবে, তার পরিকল্পনা অর্থবর্ষ শুরুর আগেই পাঠাতে হয় দিল্লিকে। জব কার্ড ইস্যু এবং শ্রমদিবস তৈরির নিরিখে বছরের পর বছর অন্য রাজ্যকে পিছনে ফেলেছে বাংলা। সেই পরিকল্পনার ভিত্তিতেই টাকা বরাদ্দ করে এসেছে কেন্দ্র। অর্থাৎ, শ্রমদিবস এবং কাজ বেড়েছে বলেই অর্থবরাদ্দ বাড়িয়েছে ভারত সরকার। এতে তাদের নিজস্ব কোনও কৃতিত্ব নেই। অথচ, কাজ হওয়া সত্ত্বেও গত বছরের ২৬ ডিসেম্বর থেকে একটি টাকাও ছাড়েনি কেন্দ্র। তৃণমূল এমপি জহর সরকারের প্রশ্নের জবাবে সে কথা স্বীকার করে নিয়েছেন গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং। তারপরই ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছে, সেই হিসেব মনমোহন জমানা থেকে দেখানো শুরু করেছে কেন্দ্র। লক্ষ্য একটাই, সংখ্যার ফাঁদে বঞ্চনার বিষয়টিকে পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া। তৃণমূলের সাফ কথা, দুর্নীতি বা শর্ত পূরণ না হওয়ার অজুহাতে কাজ হচ্ছে না। গরিব বিরোধী তকমা সেঁটে যাচ্ছে বুঝেই এখন এই স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি সরকার। ১৫ বছরের হিসেব দাঁড় করাতে হচ্ছে।
এই ইস্যুতে বুধবার সংসদের মধ্যেই চাপানউতোর শুরু হয়ে যায়। মোদি সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দলের এমপিরা বলেন, পঞ্চায়েতের আগে বাংলার শ্রমিকদের এই পাওনা আটকে রাখার উপযুক্ত জবাব পাবেন। বিজেপি এমপিরাও পাল্টা বলতে শুরু করেন, গরিবদের টাকা আটকে রাখতে চাই না। তবে মনরেগায় কাজের শর্ত পূরণ না 
করলে টাকা মিলবে না। এর মধ্যে অবশ্য দুই মন্ত্রীর দু’রকম তথ্য নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। কারণ রাজ্যসভায় দাঁড়িয়ে সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন, ২০১৪ থেকে এখনও পর্যন্ত বাংলাকে দেওয়া হয়েছে ৯৪ হাজার ১৮৫ কোটি টাকা। আর সুভাষ সরকার সাংবাদিক সম্মেলনে লিখিত বিবৃতিতে জানাচ্ছেন, অঙ্কটা ৫৪ হাজার ১৪৬ কোটি। তৃণমূলের কটাক্ষ, সংখ্যার ফাঁদ পাততে গিয়ে বিজেপি নিজেরাই ফাঁদে পড়েছে।

সাগরের বামনখালি বাজারে ভোররাতে
আগুন লেগে ভস্মীভূত ৯টি দোকান
মন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তরা

আচমকা পরপর বিস্ফোরণ। বেরিয়ে এসে স্থানীয় বাসিন্দারা দেখলেন দাউদাউ করে জ্বলছে বাজারের দোকানঘরগুলি। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ল ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এলো বটে, কিন্তু ততক্ষণে বিস্তর ক্ষতি হয়ে গিয়েছে। অকুস্থল সাগরের বামনখালি বাজার।
বিশদ

গঙ্গাসাগরে সম্প্রীতি নষ্টের শঙ্কা
কড়া ব্যবস্থার নির্দেশ মমতার

করোনার ভয়ে কেটে গিয়েছে দু’বছর। ফের পুরনো চেহারায় ফিরতে চলেছে গঙ্গাসাগর মেলা। স্বভাবতই এবারের মেলায় রেকর্ড ভিড় আশা করা হচ্ছে। দেশ-বিদেশের প্রায় ৩০ লক্ষ পুণ্যার্থী ও পর্যটক গঙ্গাসাগরে মিলিত হবেন বলে মনে করছে নবান্ন। বিশদ

কাঁচামালের দাম বৃদ্ধিতে ম্রিয়মাণ ছোট কারবারিরা
বাঙালিকে কেক খাওয়াতে ঝাঁপিয়েছে বড় সংস্থাগুলি

জন্মদিন বাদ দিলে, বাঙালির কেক সংস্কৃতি বলতে টিফিন কেক। অথবা প্লেন কেক। বড়দিনের জমকালো কেকের থেকে সেসবের দূরত্ব যোজন খানেক। কাজু, কিশমিশ, চেরিতে মাখামাখি আর মাখনের গন্ধ মাখা সেই কেককে ঘিরে উৎসবের খুশবু।
বিশদ

আইএসআই চর সন্দেহে
গ্রেপ্তার বিহারের বাসিন্দা
তথ্য পাঠাত পাকিস্তানে

বেঙ্গল এসটিএফের হাতে বুধবার শিলিগুড়ি শহরের নেতাজি মোড় থেকে গ্রেপ্তার হল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক এজেন্ট। বিহারের চম্পারণের বাসিন্দা এই ব্যক্তির নাম গুড্ডু কুমার। আ‌এসআইয়ের নির্দেশে শিলিগুড়ির ভরতনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল সে। বিশদ

আমেরিকা গেল মোয়া, সুইডেন
থেকে আরও ৫০০ কেজি বরাত

রপ্তানি ক্ষেত্রে এক টুকরো মিষ্টি খবর। হাঁটি হাঁটি পা পা করে হলেও বিদেশে পাড়ি জমাতে শুরু করেছে জয়নগর-বহড়ুর মোয়া। দিন দিন বাড়ছে এই ঝোঁক। জিআই ট্যাগ পাওয়া গেলে যে রপ্তানিতে সুবিধা হয়, বাস্তবে তা দেখা যাচ্ছে। বিশদ

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতেও ইডিকে 
তদন্ত করার নির্দেশ দিল হাইকোর্ট

নবম দশমের পর এবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রুপ ডি-র ক্ষেত্রে ওএমআর শিট বা উত্তরপত্র বিকৃতির যে তথ্য সামনে এসেছে তা দেখে আদালত মনে করছে, এর পিছনে বিশাল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। বিশদ

রাস্তার উপর স্ত্রীকে ইট দিয়ে থেঁতলে
খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

আবার শিলিগুড়িতে খুন। আচমকাই এবার প্রকাশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে খুন করেছে স্বামী। বুধবার সকালে ঘটনাটি ঘটে আশিঘর ফাঁড়ির চয়নপাড়ায়। মৃতার নাম অনীতা দাস(৩৭)। দাম্পত্য কলহের জেরেই ঘটনাটি ঘটেছে বলে পুলিসের সন্দেহ। বিশদ

আপাতত রেহাই হাইকোর্টে, কেষ্টকে
নিয়ে ইডির দিল্লি-যাত্রায় স্থগিতাদেশ

দিল্লি হাইকোর্টে আপাতত স্বস্তি মিলল অনুব্রত মণ্ডলের। বুধবার হাইকোর্টের বিচারপতি জসমিত সিং জানিয়ে দিলেন, এখনই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করতে পারবে না ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। বিশদ

বাংলার মেডিক্যাল কলেজগুলি
পেতে চলেছে ১৫০ নতুন ওষুধ

 

উপ স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিক্যাল কলেজের মাধ্যমে, নতুন বছরে রাজ্যবাসী বিনামূল্যে পেতে চলেছে অসংখ্য নতুন ওষুধ। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নতুন ওষুধ মিলবে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে।  বিশদ

শাহের সঙ্গে 
সাক্ষাত্ সুকান্তের

বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উঠে এসেছে সাংগঠনিক বিষয়ও। বিশদ

বিভাজন বিপজ্জনক, একতাতেই শক্তি, বার্তা মুখ্যমন্ত্রীর

একতা, শান্তি, সম্প্রীতি সমাজের মূল ভিত্তি। সেখানে বিভাজন, ভেদাভেদের কোনও জায়গা নেই। বুধবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একতাই শক্তি, আর বিভাজন ‘ডেনজারাস’। বিশদ

দিনে কয়েক লক্ষ টিকা, বর্জ্য 
সরানো নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যভবন

৯ জানুয়ারি থেকে দিনে প্রায় ৭ থেকে ৮ লক্ষ হাম-রুবেলার এমআর টিকা দেওয়া হবে শিশুদের। এটা চলবে প্রায় পাঁচ সপ্তাহ ধরে। ফলে বিপুল চিকিৎসা বর্জ্য জমা হবে রাজ্যে। বিশদ

স্কুলে ভর্তির ফি বৃদ্ধি নিয়ে
বিক্ষোভ অভিভাবকদের

স্কুলে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়লেন স্কুলের শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা। বাদানুবাদ থেকে শুরু হয়ে যায় ধ্বস্তাধস্তি। ঘটনাটি ঘটে বুধবার সকালে, মগরাহাট থানার কড়ামনুরাজ হাই স্কুলে। বিশদ

মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে
২ জানুয়ারি বৈঠকে মমতা-অভিষেক

১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শেষ করেই পরদিন থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে গ্রামমুখী যাত্রা শুরু করছে তৃণমূল। প্রায় দু’মাস ধরে বেশ কয়েকটি ধাপে হবে এই প্রচার পর্ব। তারজন্য দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং রাজ্যস্তরের নেতৃত্বকে নিয়ে আগামী ২ জানুয়ারি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ

Pages: 12345

একনজরে
প্রকল্পের গতি অত্যন্ত মন্থর। আর সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের নমামি গঙ্গে প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করল জলসম্পদ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সংশ্লিষ্ট রিপোর্টে কমিটি সুপারিশ করেছে, অযথা দেরির কারণে প্রকল্পের খরচ বাড়ছে, যা কাম্য নয়। ...

কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার তুমুল বিক্ষোভ দেখালেন বালুরঘাট ল’কলেজের একাংশ ছাত্রছাত্রী। এদিন তাঁরা ক্লাস বয়কট করে আন্দোলনে শামিল হন। ...

aকাবুল: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মহিলাদের অধিকার নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল আফগানিস্তানের তালিবান সরকার। কিন্তু সেগুলো যে শুধুই মুখের কথা ছিল, সেটা ফের প্রমাণ করে দিল সেদেশের প্রশাসন।  ...

আবাস (প্লাস) যোজনায় ঘর দেওয়ার জন্য ২০১৮ সালে উপভোক্তাদের তালিকা তৈরি হয়েছিল। বর্তমানে সেই তালিকা থেকে ঝাড়াই বাছাইয়ের পর্ব চলছে। বিভিন্ন জেলায় হাজার হাজার নাম বাদ যাচ্ছে ওই তালিকা থেকে। হাওড়া জেলায় এই যাচাইপর্বের কাজ একেবারে শেষ পর্যায়ে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

জ্ঞাতি/ কুটম্বদের সঙ্গে বিবাদ যোগ প্রবল। ধনাগমের পথ বাধামুক্ত হবে। ব্যবসায় লগ্নি বৃদ্ধির পরিকল্পনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় গণিত দিবস
১৭১৬ : ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত
১৭৯৭ : কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপুজার সূচনাকারী  রাজা নবকৃষ্ণ দেব মৃত্যু
১৮৫১: ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
১৮৫৩: বাঁকুড়া জেলার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী সারদা দেবী
১৮৮৭: গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্ম
১৯৮৯: তিন দশক পরে খুলে দেওয়া হল বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেট। কার্যত নাকচ হয়ে গেল পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৯৫ টাকা ৮৩.৬৯ টাকা
পাউন্ড ৯৯.০৮ টাকা ১০২.৪৬ টাকা
ইউরো ৮৬.৩৮ টাকা ৮৯.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৫,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫২,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৩,৩৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ পৌষ, ১৪২৯, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২। চতুর্দ্দশী ৩২/২৩ রাত্রি ৭/১৪। অনুরাধা নক্ষত্র ০/৪১ প্রাতঃ ৬/৩৩ পরে জ্যেষ্ঠা নক্ষত্র ৫৪/২৫ রাত্রি ৪/৩। সূর্যোদয় ৬/১৬/৩৪, সূর্যাস্ত ৪/৫৩/২৪। অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে পুনঃ ১/২০ গতে ২/৪৫ মধ্যে। রাত্রি ৫/৪৬ গতে ৯/২০ মধ্যে পুনঃ ১২/১ গতে ৩/৩৫ মধ্যে পুনঃ ৪/২৯ গতে উদয়াবধি। বারবেলা ২/১৩ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১/১৫ মধ্যে। 
৬ পৌষ, ১৪২৯, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২। চতুর্দ্দশী রাত্রি ৬/১৩। জ্যেষ্ঠা নক্ষত্র শেষরাত্রি ৪/২০। সূর্যোদয় ৬/২০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৭/৫০ মধ্যে ও ১/৩১ গতে ২/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৮ গতে ৯/৩১ মধ্যে ও ১২/১১ গতে ৩/৪৪ মধ্যে ও ৪/৩৮ গতে ৬/২০ মধ্যে। কালবেলা ২/১৪ গতে ৪/৫২ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/১৭ মধ্যে।  
২৭ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মায়ের শোকে ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু ছেলের
মায়ের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই শোকে মৃত্যু হল ছেলের। ঘটনাটি ...বিশদ

09:29:00 PM

দ্বিতীয় টেস্ট : প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৯ রান, এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে ২২৭ রানে

04:17:00 PM

দ্বিতীয় টেস্ট: বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট

03:56:24 PM

তৃণমূল কর্মীকে খুনের দায়ে প্রাক্তন সিপিএম বিধায়কের যাবজ্জীবন
তালডাংরায় তৃণমূল কর্মী খুনের অপরাধে প্রাক্তন সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্র ...বিশদ

03:48:58 PM

দ্বিতীয় টেস্ট: বাংলাদেশ ২২১/৭  (প্রথম ইনিংস)

03:11:58 PM

সুকেশ চন্দ্রশেখর প্রতারণা মামলা: দিল্লির পাতিয়ালা আদালতে জ্যাকলিন ফার্নান্ডেজ

02:40:28 PM