বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কো-উইনের তথ্য ফাঁস ইস্যুতে উত্তাল সংসদীয় কমিটির বৈঠক
বিরোধীদের প্রশ্নে নাকাল সচিব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোভিড টিকার ‘কো-উইন’ পোর্টাল থেকে তথ্য ফাঁসের অভিযোগের বিষয় নিয়ে বৃহস্পতিবার উত্তাল হল সংসদীয় কমিটির বৈঠক। কেন ফাঁস হল নাগরিকদের গোপন তথ্য? তার কোনও সঠিক জবাবই দিতে পারল না কেন্দ্র। বিজেপি বিরোধী দলের এমপিদের প্রশ্নের মুখে সরকারের প্রতিনিধিরা আমতা আমতা করতে থাকেন বলে বিশ্বস্ত সূত্রে খবর। ‘ঘটনাটি সবে হয়েছে। কী করে হল, তা নিয়ে খোঁজখবর চলছে। আমাদের সময় দিন।’ এভাবেই সওয়াল এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অফিসাররা। 
এদিনের আলোচনার বিষয় ছিল, ‘নাগরিকদের ডেটা নিরাপত্তা এবং গোপনীয়তা।’ ডেটা প্রোটেকশন বিলের অংশ হিসেবেই এনিয়ে বৈঠক ডেকেছিলেন কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সদস্যদের বিষয়টি সম্পর্কে অবহিত করানোর জন্য বৈঠকে ডাকা হয়েছিল তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সচিব অলকেশ শর্মা সহ অন্য আধিকারিকদের। বিশ্বস্ত সূত্রে খবর, সেখানেই কো-উইনের তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেসের এমপি কার্তি চিদম্বরম, তৃণমূলের রাজ্যসভার সদস্য জহর সরকার সহ বেশ কয়েকজন। তাঁরা বলেন, আলোচনা হচ্ছে তথ্য নিরাপত্তার বিষয়ে। অথচ সেই তথ্য কী করে ফাঁস হয়ে গেল? তা নিয়ে সরকার কেন চুপ? কেন তা নিয়ে আলোচনা করা যাবে না? সরকারের তথ্য ভাণ্ডারের ব্যাকএন্ডই যদি কেউ নাগাল পেয়ে যায়, তাহলে আধারের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ যাবতীয় গোপন তথ্যর তো কোনও নিরাপত্তাই নেই। সরকারকে এর জবাব দিতে হবে বলে চেপে ধরেন কংগ্রেস ও তৃণমূলের এমপিরা। যদিও আলোচনার নির্দিষ্ট বিষয়ের বাইরে গিয়ে কো-উইন তথ্য তোলা যাবে না বলে প্রতিবাদ করেন গণেশ সিং, নিশিকান্ত দুবে, তেজস্বী সূর্যর মতো বিজেপি এমপিরা। উভয়ের মধ্যে চলে বিতণ্ডা।

16th     June,   2023
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ